চট্টগ্রামে জামিন নিয়ে পলাতক মাদক কারবারি, ৫ বছরের জেল

মাদক মামলায় মো. সোলেমান (২৭) নামে এক যুবকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড়া এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে জামিনে গিয়ে পালিয়ে যাওয়া যুবকের ৫ বছরের দণ্ড

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক মামলায় এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ আগস্ট নগরের কোতোয়ালী থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ মো. সোলেমানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর চান্দগাঁও সার্কেল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন সংস্থার তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা।

এরপর ২০২০ সালের ৫ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!