চট্টগ্রামে চলছে বুস্টার ডোজ, এক কেন্দ্রে দিনে ৩০০

নগরে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান কার্যক্রম চলবে ১০ জুন পর্যন্ত।

শনিবার (৪ জুন) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিবন্ধী, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০০ জন করে এক ওয়ার্ডে দিনে মোট ৬০০ জনকে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। এজন্য মোবাইলে এসএমএস আসার অপেক্ষা করতে হবে না। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: ‘পাগলা ঘোড়া’—চট্টগ্রামে একদিনে কেজিতে ৫ টাকা বাড়ল চালের দাম

জানা গেছে, আগামী ১০ জুন পর্যন্ত দেশব্যাপী ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ফলে যারা করোনার বুস্টার পায়নি তারা টিকা নিতে পারবেন।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!