চট্টগ্রামে ৬ দিন পর বন্ধ করোনার টিকার প্রথম ডোজ

আগামী ২৬ ফেব্রুয়ারির পর আর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। যারা টিকা নেবেন না তাদের সরকারি সেবা পেতে সমস্যায় পড়তে হবে।

চট্টগ্রামের স্বাস্থ্য অধিদদপ্তরের বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে জারি করা ‘বিশেষ ঘোষণা’য় এ তথ্য জানানো হয়। বিভাগীয় পরিচালক ও করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. হাসান শাহরিয়ার কবীরেরর স্বাক্ষরে এ বিশেষ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: বুস্টার ডোজের বয়স কমলো, ১২ বছরের বেশি হলেই করোনার টিকা

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার যেসব বাসিন্দা এখনো করোনার টিকা নেননি তারা যেন দ্রুত টিকা নেন। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে কাছের টিকাদান কেন্দ্র থেকে সবাইকে করোনার প্রথম ডোজের টিকা নিতে হবে। ২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না।

করোনার টিকা নেওয়া অত্যন্ত জরুরি উল্লেখ করে বিশেষ ঘোষণায় আরও বলা হয়, যারা করোনার টিকা নিবেন না তারা সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!