চট্টগ্রামে চমক দেখাল মহসিন কলেজ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ বছর এইচএসসিতে ৬ হাজার ৩৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এক্ষেত্রে চমক দেখিয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। জিপিএ-৫ এর দিক থেকে এ বছর শীর্ষ ন্থান দখল করেছে কলেজটি। এবার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ জিপিএ-৫ পেয়েছেন ৮৬৮ জন।

দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৬ জন। এছাড়া তৃতীয় স্থানে আছে সরকারি সিটি কলেজ। সিটি কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭৭৬ জন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের কলেজের জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বেশি। আমাদের ৮৬৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেযেছে। পাসের হার ৯৮ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে ৩ কলেজে কেউই পাস করেনি!

এদিকে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। এবার ১ হাজার ২৬ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩২ শতাংশ।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৬৭৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৪ জন।

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!