চট্টগ্রামে ৩ কলেজে কেউই পাস করেনি!

চট্টগ্রামে এ বছর এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি! এগুলো হলো- নগরের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ এবং খাগড়াছড়ির মহালছড়ির মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুন : চট্টগ্রামে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা, পাসের হার ৭৩.৮১

এবার ন্যাশনাল পাবলিক কলেজ থেকে ২১ জন এইচএসসি পরীক্ষা দিলে পাস করেনি একজনও। অভিন্ন অবস্থা বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ এবং মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের। এ দুটি প্রতিষ্ঠান থেকে ৭ জন করে ১৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করেনি একজনও!

এবার এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম থেকে ২৭৯টি কলেজ অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হয়৷

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!