চট্টগ্রামে কেটলির ভোটারদের ভয় দেখাচ্ছে মধু

চট্টগ্রাম-১১ আসনে কেটলির সমর্থকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থক আলমগীর হোসেন ওরফে মধু আলমগীরের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম বিমানবন্দর প্রাথমিক বিদ্যালয় ও বিমানবন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেটলির সমর্থকরা জানান, কেন্দ্রে আসার সময় অলি-গলিতে নৌকার সমর্থক আলমগীর হোসেন ওরফে মধু আলমগীর বাধা দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রের সামনে মধু ও তার লোকজন কেটলির সমর্থকদের বাধা দেওয়ার পাশাপাশি গাল-মন্দ করছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে ২ প্রার্থীর কর্মীদের সংঘর্ষ—গোলাগুলি, রক্তাক্ত ১

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুম উদ্দিন বলেন, বাইরে কী হচ্ছে জানা নেই। তবে কেন্দ্রের ভেতর কোনো ধরনের সমস্যা নেই। সুষ্ঠুভাবে ভোট চলছে।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা আলোকিত চট্টগ্রামকে বলেন, বাধা দেওয়ার খবর শুনেছি। ওখানে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সমস্যা হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর -১১ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এমএ লতিফের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের আগে লতিফের সমর্থকরা সুমনের কার্যালয়ে আগুন দেয় গত ২৭ ডিসেম্বর।

এনএউএস/আইএমই/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!