চট্টগ্রামে করোনা : ১ ল্যাবে সর্বনাশ

চট্টগ্রামে করোনায় সর্বনাশ হয়েছে এক ল্যাবে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোনো ল্যাবে করোনা রোগী শনাক্ত না হলেও ওই একটি ল্যাবেই করোনা ধরা পড়েছে ৪ জনের!

তবে মৃত্যুশূ্ন্যের ধারাবাহিকতা অটুট রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও মারা যাননি কোনো করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৪ নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ০.৩৪ শতাংশ। আক্রান্ত চারজনই নগরের বাসিন্দা।

আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৮ জন, হার ০.৪৯ শতাংশ।

শনিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : একদিনে দ্বিগুণ—করোনার তীব্রতা বাড়ার শঙ্কায় চট্টগ্রাম 

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৮৫, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৪৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৮১, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৬ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। একটি ছাড়া সব ল্যাবে ‘শূন্য’ শনাক্ত হয়। শুধু শেভরন হাসপাতাল ল্যাবেই শনাক্ত হয় ৪ করোনা রোগী!

চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৫৭ জন। মোট মৃত্যু এক হাজার ৩৩১ জন।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!