চট্টগ্রামে করোনা : তিন শূন্যে ‘সহনীয়’ দক্ষিণ, উত্তরে তিনগুণ!

চট্টগ্রামে করোনা আক্রান্তে ভিন্ন চিত্র পাওয়া গেছে। দক্ষিণ চট্টগ্রামে করোনা সহনীয় পর্যায়ে আসতে শুরু হয়েছে। কিন্তু উত্তর চট্টগ্রামে কমছে না করোনা।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণের তিন উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। অপরদিকে এই একদিনেই উত্তরের করোনার সংখ্যা দক্ষিণের প্রায় তিনগুণ!

সর্বশেষ ২৪ ঘণ্টায় উত্তর চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। একই সময়ে দক্ষিণে আক্রান্ত ২২ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : এবার ‘উল্টো’ চিত্র

গত ২৪ ঘণ্টায় দক্ষিণের তিনটি উপজেলায় করোনা রোগী ছিল ‘শূন্য’। এদিন পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালীতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

দক্ষিণের সাত উপজেলার মধ্যে শুধু এক উপজেলায় আক্রান্ত ছুঁয়েছে দুই অঙ্কে। দুই অঙ্কের আক্রান্তের সেই উপজেলা হলো লোহাগাড়া। এখানে এদিন আক্রান্ত হন ১২ জন।

দক্ষিণের বাকি তিন উপজেলার মধ্যে সাতকানিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ২ জন এবং আনোয়ারায় আক্রান্ত হন ১ জন।

দক্ষিণের উল্টো অবস্থা যেন উত্তরে। দক্ষিণের ‘তিন’ উপজেলায় ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী পাওয়া না গেলেও উত্তরের ‘তিন’ উপজেলা ছুঁয়েছে দুই অঙ্কের ঘর।

উত্তরের হাটহাজারীতে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন। আর রাউজান ও সীতাকুণ্ড আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১ ও ১০ জন।

উত্তরের উপজেলার মধ্যে সবচেয়ে কম শনাক্ত হয়েছে সন্দ্বীপে। এদিন এখানে নতুন করে করোনা আক্রান্ত হন ১ জন। এছাড়া মিরসরাইয়ে ৭ জন এবং রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে করোনা আক্রান্ত হন ৯ জন করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!