চট্টগ্রামে করোনা : উপজেলায় স্বস্তি, নগরে ‘দুশ্চিন্তা’

চট্টগ্রামে করোনা শনাক্তে স্বস্তি ফিরেছে উপজেলায়। তবে নগরের দুশ্চিন্তা কমছে না।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও থামছে না নগরের বিস্তার। তবে মৃত্যুহীন দিনটিতে কমেছে শনাক্তের হার।

এদিন চট্টগ্রামের ৭ ল্যাবে ১ হাজার ১৬০ নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা। শনাক্তের হার ০.৬৯ শতাংশ।

আগের দিন ১ হাজার ১৮৫ নমুনা পরীক্ষায় ১৩ জন শনাক্ত হন। যাদের ১২ জনই ছিলেন নগরের বাসিন্দা। শনাক্তের হার ছিল ১.০১ শতাংশ।

শনিবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : হঠাৎ শনাক্ত বাড়ল নগরে

প্রতিবেদনের তথ্যমতে, বিআইটিআইডি ল্যাবে ২৩৩ নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২২ নমুনায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫ নমুনায় ২ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭ নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া শেভরন ল্যাবে ৪৭৭টি, মেডিকেল সেন্টার ল্যাবে ৮২টি এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ল্যাব, আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাবএইড এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। হয়নি কোনো এন্টিজেন টেস্টও।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৩ জন। যাদের ৭৪ হাজার ২১৫ জন নগরের এবং ২৮ হাজার ৩৪৮ জন উপজেলার বাসিন্দা।

মৃত্যু আগের মতোই, ১ হাজার ৩৩২ জন। যার ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!