চট্টগ্রামে করোনার ‘ভয়ঙ্কর’ আঘাত, শনাক্ত পৌঁছল নতুন চূড়ায়

চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ আঘাত হেনেছে করোনা। বিশাল এ আঘাতে শনাক্ত পৌঁছেছে নতুন চূড়ায়। মাত্র একদিনের ব্যবধানেই দ্বিগুণ হয়ে গেছে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিন যেটা ছিল ২৩৯, একদিন পর এসে সেটা হলো ৫৫০।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫০ জন! ভয়াবহ এ বিস্তার নগরের পাশাপাশি উপজেলায়ও বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। শুক্রবার নগরে আক্রান্ত ছিল ২১৮ জন, আর উপজেলায় ২১ জন। শনিবার সেটা হলো নগরে ৩৬২ জন, উপজেলায় ১৮৮ জন।

এর মধ্যে আবার হাটহাজারীতেই আক্রান্ত হন ৪১ জন, রাঙ্গুনিয়ায় ২৭ জন। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। রোববার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনার ভয়ঙ্কর থাবা, ১৪ দিনে শনাক্তের হার ১৪ গুণ!

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ ল্যাবে ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জন, অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জন, শেভরন হাসপাতাল ৫৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩২ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সংক্রমণের ভয়াবহ বিস্তারের মধ্যেও করোনায় কারও মৃত্যু সংবাদ আসেনি। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৩৫ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!