চট্টগ্রামে এমপির মালিকানা লরি পুড়ল ককটেল বোমায়

সীতাকুণ্ডে ককটেল নিক্ষেপে একটি রডবাহী লরির সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী এমএমটি ট্রান্সপোর্টের একটি রডবাহী লরি পৌরসভার এলাকার পন্থিছিলা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।এসময় গাড়িটির ইঞ্জিনের সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন : রাউজানে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ—আটক ৩

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

জানতে চাইলে দিদারুল আলম এমপি বলেন, ককটেল নিক্ষেপে ক্ষতিগ্রস্ত লরিটি আমার। আজ অবরোধের দ্বিতীয় দিনে অবরোধকারীরা গাড়িটি পুড়িয়ে দেয়।

এ বিষয়ে হাইওয়ে থানার এসআই মো. আমির হোসেন বলেন, আজ দুপুর আনুমানিক সাড়ে তিনটায় সময় পৌরসভার পন্থিছিলা এলাকায় দুর্বৃত্তের ছোঁড়া ককটেলে একটি লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ঢাকামুখী একটি রডবাহী লরিতে ককটেল নিক্ষেপের কারণে সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!