চট্টগ্রামের ৫ স্পটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার

চট্টগ্রামে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ পালন করবে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নগরের ৫ স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার আওতাধীন ৫টি স্থানে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। নগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নির্দিষ্ট সময়ে নিজ নিজ সংগঠনের ব্যানার, ফ্যাস্টুনসহ মিছিল নিয়ে শান্তি সমাবেশে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সমাবেশস্থল
নগরের কোতোয়ালী থানার দারুল ফজল মার্কেটের সামনে কোতয়ালী, সদরঘাট, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার, খুলশী (আংশিক) থানার আওতাধীন সাংগঠনিক ৮, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০,২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৪৪ নং ওয়ার্ড শান্তি সমাবেশ পালন করবে।

অন্যদিকে অলংকার মোড়ে পাহাড়তলী, আকবরশাহ, খুলশী (আংশিক), হালিশহর থানার আওতাধীন সাংগঠনিক ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ ও ২৬ নং ওয়ার্ড শান্তি সমাবেশ পালন করবে।

অক্সিজেন মোড়ে বায়েজিদ-পাঁচলাইশ থানার আংশিক সাংগঠনিক ১, ২, ৩, ৭, ৪২ ও ৪৩ নং ওয়ার্ড শান্তি সমাবেশ করবে।

চান্দগাঁও থানার সাংগঠনিক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড চান্দগাঁও মোড়ে করবে শান্তি সমাবেশ।

ইপিজেড চত্বরে ইপিজেড, বন্দর, পতেঙ্গা থানাধীন সাংগঠনিক ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ড শান্তি সমাবেশ পালন করবে।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!