চট্টগ্রামের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের সম্মেলন

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের ‘হাফ ইয়ারলি রিজিওনাল বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। এই ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩৭ শাখার শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

শনিবার (৬ আগস্ট) নগরের আগ্রাবাদের জীবনা বীমা ভবনের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন।

আরও পড়ুন: ব্যাংকের চেয়েও এনজিওতে বেশি সঞ্চয় করে নগরের মানুষ! কারণ জানালেন বিশেষজ্ঞরা

ব্যাংকের

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীন, মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আক্তার উদ্দীন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মনিষ বণিক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে ২০২২ সালের লক্ষমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মানবৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও দেশের আর্থিক খাতের উন্নতিকল্পে প্রয়োজনীয় কর্মকাণ্ডের প্রায়োগিক ও কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!