চট্টগ্রামে ঘাতক বাস প্রাণ নিল এলজিইডি প্রকৌশলীর, রক্তাক্ত ৪

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন চালকসহ ৪ জন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

নিহত ব্যক্তি হলেন জহিরুল হক। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী। দুর্ঘটনার সময় তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে বেপরোয়া ইউনিক বাসে মুহূর্তেই লাশ ২, পালাতে পারেনি চালক

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় দুমড়েমুচড়ে যায় অটোরিকশায় থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!