গাড়িচাপায় পরিকল্পিত খুন কিনা জানতে ঘাতক চালককে রিমান্ডে নেবে পুলিশ

চকরিয়ায় ৫ ভাই নিহতের ঘটনা

চকরিয়ায় ৫ ভাই নিহতের ঘটনায় পিকআপ চালক সাইফুল ইসলামের (৩০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এসআই আবুল হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আরও পড়ুন: একটুও বুক কাঁপেনি চালকের, ৭ ভাই—বোনকে গাড়িচাপা দিয়ে মালিকের ইন্ধনেই পালায়

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের আইনজীবী উমর ফারুক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার চালক সাইফুলের সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

মামলার তদন্ত কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) আবুল হোসেন বলেন, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা খতিয়ে দেখতেই গাড়িচালককে রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৫ ছেলের লাশের পাশেই এক মায়ের বুকফাটা আর্তনাদ

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি এলাকায় সবজি বোঝাই দ্রুতগতির একটি পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত এবং আরও দুই ভাই ও এক বোন গুরুতর আহত হন। ঘটনার পর পালিয়ে যায় চালক। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!