ঘরের মাঠে খেলতে নেমেই তামিমের ব্যাটে বসন্তের হাওয়া

ঘরের মাঠে খেলতে নেমেই বসন্তের হাওয়া লেগেছে তামিমের ব্যাটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। একইসঙ্গে হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ২৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এ জয়ের ফলে তামিম ইকবালের বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পেছনে ফেলে টেবিলের তিন নম্বরে চলে এলো। তিন নম্বর থেকে চার নম্বরে নেমে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও ৯ ম্যাচে দুদলের পয়েন্ট সমান, তবে নেট রান রেটে এগিয়ে গেল বরিশাল।

এদিকে আজকের (১৪ ফেব্রুয়ারি) ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের বিশাল সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবাল ৪৫ বলে সাতটি ৪ ও চারটি ৬ হাকিয়ে করেন ৭১ রান। এছাড়া সৌম্য সরকার ২৩ বলে ২৮ রান।

জবাবে দুর্দান্ত ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৫৯ রান। এর আগে মিরপুরে দুদলের প্রথম লড়াইয়ে ৪০ রানে জিতেছিল বরিশাল।

এদিকে ১০ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্টে টেবিলের তলানিতে রয়েছে ঢাকা। অপরদিকে নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!