গুলির শব্দে ঘুম ভাঙল

ভোর হতে না হতেই গুলির শব্দ। এভাবেই ঘুম ভাঙল কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের মানুষের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের কুমিরখালী সীমান্তচৌকির কাছে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। গুলি এসে পড়ে এপারের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও উনচিপ্রাং এলাকার বিভিন্ন বাসাবাড়িতেও।

উনচিপ্রাং এলাকার এক বাসিন্দা জানান, ভোর পাঁচটা থেকে সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পরপর মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। এ সময় কেঁপে ওঠে এপারের বসতবাড়ি। কয়েকটি বাড়ির উঠানে আজ সকালে গুলি পাওয়া গেছে। তবে কেউ আহত হননি।

২ ফেব্রুয়ারি রাত থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে বিজিপিকে হটিয়ে আরাকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবুনিয়া সীমান্তচৌকি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আরকান আর্মির হামলার মুখে মিয়ানমারের বিজিপি, সেনাবাহিনী, শুল্ক কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার অন্তত ৩৩০ জন বাংলাদেশের সীমান্তে ঢুকে আশ্রয় নেন। বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে রয়েছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!