গুদামে লুকানো এক হাজার লিটার সয়াবিন তেল বেরিয়ে আসলো কাশেম স্টোর থেকে

নগরের একটি দোকান থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মে) বিকেলে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের কাশেম স্টোর থেকে এসব তেল জব্দ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে সরকারি তেল ডাল চিনি লুকিয়ে রাখা হয়েছিল গুদামে

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় করা একটি গুদামে ১ হাজার ৫০ লিটার তেল লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় এগুলো বের করে আনা হয়।

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশি মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুত করা হয়েছিল। এছাড়া দোকানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এসব অপরাধে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!