চট্টগ্রামে খাটের নিচে ৩ বস্তা গাঁজা লুকিয়ে রেখেছিল নারী

চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ মুনজুরা (৪৬) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২ মে) নগরের কর্ণফুলী থানার দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুনজুরা চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মো. আজিজের স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুনজুরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার উদ্দীন বলেন, আটক নারীর স্বীকারোক্তিতে বাসার খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তাভর্তি ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান জব্দ করা গাঁজা ফেনীর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দৌলতপুর গ্রামের ভাড়া বাসায় রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করতেন।

তিনি আরও বলেন, মামলার পর আটক নারীকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!