গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৮ জেলেকে রাতের আঁধারে উদ্ধার

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৮ নভেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড়পরবর্তী কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম ‘অপারেশন সমুদ্র প্রহরায়’ জাহাজ ‘মনসুর আলী’র অধিনায়ক ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে উদ্ধার অভিযান চালানো হয়। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ২১ নটিক্যাল মাইল গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে হঠাৎ বেকার জেলেরা, নিম্নচাপের বৃষ্টি যেন মরার ওপর খাঁড়ার ঘা

তিনি আরও জানান, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ট্রলারটি কক্সবাজার উপকূলে নিয়ে আসা হয়। পরে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৪ নভেম্বর এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝিরঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!