গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ, মধ্যরাতে ধরা খেল ভুলু

হাটহাজারীতে ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইউসুফ হোসাইন ভুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আহনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মো. ইউসুফ হোসাইন উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে সাজার রায় শুনেই আদালত থেকে পালাল আসামি, ২ ঘণ্টা পর ধরা

এলাকাবাসী জানায়, ভুলু এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এলাকাবাসী তার অপকর্মের প্রতিবাদ করলে হুমকি ও মামলা দিয়ে হয়রানি করতেন। এলাকাবাসী তাকে গ্রেপ্তারে গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ করেন।

এলাকার বাসিন্দা মো. হাসান উদ্দিন নয়ন বলেন, ভুলুর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ করেছিলাম। তাকে গ্রেপ্তার করায় আমরা খুশি। তার অপকর্মের শাস্তি চাই।

জানতে চাইলে হাটহাজারী থানার এএসআই আবুল কালাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইউসুফ হোসাইন ভুলুকে সোমবার রাতে আহনেরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৩০ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!