খিচুড়ি রান্নায় ব্যস্ত ছিলেন মা, ছেলে ভেসে উঠল নদীতে

লামায় মাতামুহুরী নদীতে ডুবে মো. তামিম নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু তামিম পূর্ব শিলেরতুয়া নয়াপাড়া গ্রামের বাশারুল ইসলাম ও তাহমিনা আক্তারের ছেলে।

আরও পড়ুন : খেলতে গিয়ে নিখোঁজ—১৬ ঘণ্টা পর শিশুর লাশ ভেসে উঠল পানিতে

এ বিষয়ে লামা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রেহেনা মজুমদার বলেন, হাসপাতালে আনার আগে ওই শিশুর মৃত্যু হয়। এরপরেও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিশুর মা তাহমিনা আক্তার বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছিলাম। এই ফাঁকে কখন যে তামিম ঘুম থেকে উঠে বাইরে চলে যায় বুঝতে পারিনি। একটু পরে রুমে এসে দেখি সে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাতামুহুরী নদীতে সন্তানের লাশ ভাসতে দেখি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, শিশু তামিমের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে শিশুর বাবা-মা আবেদন করেছেন।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!