৫৬ কিংবদন্তি—জামালখানেই

নগরের জামালখানে শোভা পাচ্ছে ক্রীড়া, সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান ৫৬ কিংবদন্তির হাতে আঁকা ছবি। দেশের জনপ্রিয় প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু থেকে শুরু করে জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদীন নান্নু, চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ হুমায়ুন ফরীদি, শাবানা, আলমগীর—কে নেই সেখানে! এমন ৫৬ খ্যাতিমান ব্যক্তির ছবি সম্বলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ এখন নজর কাড়ছে সবার।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

উদ্বোধনের পরই এটি নজর কাড়ছে চলতি পথের সবার। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের আগ্রহ যেন একটু বেশিই। পেইন্টিং করা ছবিগুলোর নিচে রয়েছে খ্যাতিমান ব্যক্তিদের জন্ম-মৃত্যুর তথ্য। এসব দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অভিভাবক, শিক্ষার্থী ও পথচারী। সারি সারি সাজানো ছবির সামনে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দিও করছেন অনেকে।

পেইন্টিং দেখতে আসা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজিজ বলেন, এখানে ৫৬ জন গুণী ব্যক্তির ছবির মধ্যে অনেকে বেঁচে আছেন এবং অনেকে মারা গেছেন। আমরা অনেকের কিংবদন্তি হয়ে ওঠার গল্প হয়ত জানি না বা দেশের জন্য কাজ করা গুণী ব্যক্তিদের চিনি না। এই পেইন্টিংয়ের মাধ্যমে সেটি জানা সহজ হবে৷

আরও পড়ুন : রঙিন গ্রাফিতিতে ‘নতুন সাজে’ জামালখান

স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. রাশেদুল হাসান বলেন, জামালখান এলাকায় অনেকগুলো স্কুল রয়েছে। আমাদের নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করতে এই পেইন্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাচ্চারা স্কুলে আসতে-যেতে এসব পেইন্টিং দেখবে এবং গুণী ব্যক্তিদের সম্পর্কে জানতে পারবে।

জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে এসব পেইন্টিংয়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে৷ পরিকল্পনা ও বাস্তবায়ন করেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। পেইন্টিং করেছেন প্রণব সরকার।

এ বিষয়ে ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন আলোকিত চট্টগ্রামকে বলেন, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে ৫৬ জন ক্রীড়াবিদ, সংগীতশিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে।

কিংবদন্তিতে স্থান পাওয়া ৫৬ ব্যক্তিরা হলেন— কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, আহম্মদ ইমতিয়াজ বুলবুল, ফরিদা পারভীন, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, তপন চৌধুরী, পিলু মমতাজ, ফেরদৌস ওয়াহিদ, শাহনাজ রহমতুল্লা, রুনা লায়লা, আলাউদ্দিন আলী, আজম খান, প্রবাল চৌধুরী, আব্দুল জব্বার, শেফালী ঘোষ, আব্দুল আলীম, শাহ আব্দুল করিম ও শ্যামসুন্দর বৈষ্ণব, গীতিকার আব্দুল গফুর হালী ও আব্দুল আলীম, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, মো. রফিক, আকরাম হোসেন খান, আমিনুল ইসলাম বুলবুল ও মিনহাজুল আবেদীন নান্নু, ফুটবলার সত্যজিৎ দাস রুপু, মোনেম মুন্না, গাজী আশরাফ হোসেন লিপু, বাদল রায়, কাজী সালাউদ্দিন, শেখ মো.আসলাম ও শেখ কামাল, চিত্রনায়িকা ফরিদা আক্তার পপি, ববিতা, শাবানা, হুমায়ূন ফরীদি, কবরী, চিত্রনায়ক সালমান শাহ, আমলগীর, জাফর ইকবাল, ফারুক, সোহেল রানা, আসাদুজ্জামান নূর, নায়করাজ রাজ্জাক, আনোয়ার হোসেন ও ফিরোজা বেগম, কবি ও প্রাবন্ধিক হুমায়ুন আহমেদ, জাদুশিল্পী জুয়েল আইচ, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, সুভাষ দত্ত, খান আতাউর রহমান ও জহির রায়হান।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!