কৌশলে পালিয়ে গেল চালক, ধরা খেল প্রাইভেট কারের ভেতর থাকা যুবক

অভিনব কায়দায় পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ খাইরুল বশর (২০) নামের এক যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তবে চালক কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার স্টেশন থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে।

আটক খাইরুল বশর কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: জালিয়াপাড়ার লেড়ুর বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ৫ হাজার ইয়াবা, ৫ যুবক ধরা

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। তবে গাড়ির ভেতরে বসা খাইরল বশরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গাড়ির চাকার ভেতর ইয়াবা আছে বলে স্বীকার করেন। এরপর কারের চাকা খুলে কয়েকটি সাদা প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে প্রায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও বলেন, খাইরুল বশরকে আটকের পর ইয়াবা ও প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!