কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে ধস, ২৪২ মেগাওয়াটের উৎপাদন এখন ৩০

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ধস নেমেছে। ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রে এখন মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, টানা অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। তাই বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। চলতি মার্চের শুরুতে দিনে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও  কিছুদিনের মধ্যে তা কমে ঠেকেছে ৩০ মেগাওয়াটে।

শনিবার (৩০ মার্চ) রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদে ৮০ দশমিক ৭ মিনস সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। স্বাভাবিক নিয়মে হ্রদে পানি থাকার কথা ৮৮ দশমিক ৫১ এমএসএল।

কর্তৃপক্ষ বলছে, বর্তমানে হ্রদে পানি না থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। এ কারণে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকলেও মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এভাবে চলতে থাকলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করেন তারা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!