কলাপাতার জন্য খুন—আনোয়ারার ৩ আসামি পালিয়ে গিয়েছিল বন্দরে

আনোয়ারায় কলাপাতা কাটাকে কেন্দ্র চাচাতো বোনকে খুনের ঘটনায় ২ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ মে) রাত সাড়ে তিনটার দিকে নগরের বন্দর থানার ইশান মিস্ত্রির হাট এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৭ ।

গ্রেপ্তাররা হলেন- ঘটনার মূল হোতা রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাছিমা আকতার (৩৫) ও একই এলাকার মৃত আবদুস ছোবহানের স্ত্রী ছখিনা খাতুন (৫০)।

আরও পড়ুন: আনোয়ারায় কলাপাতার জন্য চাচাতো ভাইয়ের হাতে বোন খুন

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কায়েমুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। আজ (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ১৭ মে বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় কলাপাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রেজাউল করিমের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা বেগম। এ ঘটনায় পর নিহতের ভাই মো. আমিন পরদিন (১৮ মে) রাতে রেজাউল করিম, নাসিমা আক্তার, ছখিনা খাতুন, নুরুচ্ছফাসহ অজ্ঞাত৩/৪ জনকে আসামি করে থানায় মামলা করেন।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!