করোনা : ‘ভয়াবহ’ গতিতে এলোমেলো চট্টগ্রাম

করোনার ‘ভয়াবহ’ গতি এলোমেলো করে দিচ্ছে চট্টগ্রামকে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৩৮ জনের।

চট্টগ্রামে করোনা লাগামহীন ঘোড়ার মতো ছুটছে। এরমধ্যে নগরে আক্রান্ত সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৭ নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৬৪৭ জনই নগরের বাসিন্দা। বাকি ৯১ জন উপজেলার। শনাক্তের হার ২৩.৬৮ শতাংশ। তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।

আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিল ৭৪২ জন। ৫৯৭ জন নগরের এবং ১৪৫ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ছিল ২৫.৭৩ শতাংশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : সুনামি গতিতে বাড়ছে শনাক্ত, হঠাৎ ভীতি ছড়াল মৃত্যুও

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭৩ নমুনা পরীক্ষায় ৩৪ জন, শেভরন ল্যাবে ৫৩৯ নমুনায় ৬৪ জন, বিআইটিআইডিতে ৩৮১ নমুনায় ১১০ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০৩ নমুনায় ৭৮ জন, এন্টিজেন টেস্টে ২৭০ নমুনায় ১২৮ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫২ নমুনায় ৫০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১০ নমুনায় ৮৮ জন, ইপিক হেলথ কেয়ারে ১২৪ নমুনায় ৭৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১৩ নমুনায় ১৩ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১০৩ নমুনায় ৫০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০২ নমুনায় ১৮ জন, আরটিআরএলে ৪৬ নমুনায় ৩০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালেএকটি মাত্র নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় এবং ল্যাবএইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলার মধ্যে হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ১৫ জন, বোয়ালখালী ১৪ জন, সাতকানিয়া ১৩ জন, বাঁশখালী ৫ জন, পটিয়া ৪ জন, রাউজান ৪ জন, চন্দনাইশ ৩ জন, ফটিকছড়ি ৩ জন, রাঙ্গুনিয়া ৩ জন, আনোয়ারা ২ জন, সন্দ্বীপ ২ জন এবং লোহাগাড়ায় ২ জন আক্রান্ত হয়েছেন। তবে মিরসরাই ও কর্ণফুলী উপজেলায় গত ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন। যাদের ৭৭ হাজার ৪৩৮ জন নগর ও ২৯ হাজার ১৯ জন উপজেলার বাসিন্দা।

এখনো পর্যন্ত নগরে ৭২৬ জন এবং উপজেলায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!