লিটারে ১০ টাকা কমল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে।

রোববার (১১ জুন) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

আরও পড়ুন: বাড়তি দামে পৌনে ৩ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

সভায় জানানো হয়, নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকায় বিক্রি হবে। যা আগে ছিল যথাক্রমে ১৯৯ টাকা ও ১৭৭ টাকা। এছাড়া পাম তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে বিক্রি হবে প্রতি লিটার ১৩৩ টাকায়। নতুন দর আগামী তিনদিনের মধ্যে কার্যকর হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। ভোক্তারা আগামী তিনদিনের মধ্যে এই দামে বাজার থেকে সয়াবিন তেল ও পাম তেল কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম এখনও নিম্নমুখী। তাই আমরা আশা করছি ঈদের আগে আরেক দফা দাম কমাতে পারবো।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!