হঠাৎ নষ্ট কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন, দুর্ভোগে ২ ট্রেনের যাত্রীরা

কক্সবাজার স্টেশন থেকে ১১ শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে হঠাৎ বন্ধ হয়ে যায় এর ইঞ্জিন। এসময় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। পরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে কক্সবাজার এক্সপ্রেসকে টেনে আনা হয় ডুলাহাজারা স্টেশনে। এরপর চট্টগ্রাম থেকে নতুন ইঞ্জিন এনে লাগানো হয়। অবশেষে বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস।

জানা গেছে, কক্সবাজার স্টেশন থেকে আজ বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে। ট্রেনটি দুপুর ১টার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে ইঞ্জিনে ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনে থাকা ১১শ যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুন : কক্সবাজার এক্সপ্রেস—হুইসেল শুনেও সরে না, চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি

এদিকে একই সময়ে ৭৮০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার এক্সপ্রেসের কারণে চকরিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। পরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনকে টেনে ডুলাহাজারা স্টেশনে আনা হয়। সেখানে চট্টগ্রাম থেকে আসা নতুন ইঞ্জিন লাগিয়ে বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। এতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও পযটক এক্সপ্রেস দুট্রেনের যাত্রীরা দুর্ভোগ পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদ হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে ইসলামাবাদ এলাকায় আটকে পড়ে। পরে চট্টগ্রাম স্টেশন থেকে পাঠানো নতুন ইঞ্জিনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

যোগাযোগ করা হলে কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর একটার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ট্রেনটি থেমে যায়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!