কক্সবাজারে মোটরসাইকেলে প্রাণ গেল পথচারীর, রক্তাক্ত ২

কক্সবাজার মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত এবং দুজন আহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর ধারণা করা হলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহতদের একজন রাশেদুল ইসলাম বাবু (২৪) নতুন বাহারছড়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : ঝরনা দেখে মাছের প্রজেক্টে হঠাৎ লাফ দিয়ে প্রাণ গেল যুবকের

স্থানীয় বাসিন্দা রকিবুজ্জামান বলেন, আজ বিকেলে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপর নির্মিত কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু এলাকায় আশ্রয়ন প্রকল্পমুখী একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এসময় ওই পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!