কক্সবাজারে বিশাল তিমি, বের হচ্ছে দুর্গন্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশালাকার মরা তিমি মাছ। মাছটির গায়ে জাল পেঁচানো রয়েছে। তবে মাছটি উদ্ধারে এখনও তৎপরতা শুরু হয়নি। ইতোমধ্যে বের হচ্ছে দুর্গন্ধ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে মরা তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে।

এদিকে খবর পেয়ে সমুদ্র গবেষণা কেন্দ্রের একটি প্রতিনিধি দল মাছটি দেখতে যান।

প্রতিনিধি দলের সদস্যদের ধারণা, আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে মাছটি কূলে চলে আসতে পারে। এরপর মৃত্যুর কারণ পরীক্ষা করে মাটিতে পুঁতে ফেলা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাসতে থাকা মরা তিমি মাছটির ওজন ২ টনের বেশি। লম্বায় প্রায় ৩০ থেকে ৩৫ ফুট। মাছটির গায়ে জাল পেঁচিয়ে আছে। ইতোমধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। মাছটি দেখতে সৈকতে ভিড় করছেন উৎসুক জনতা।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি ও ইনানিতে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!