অ্যাকশনে ইসি, মামলা খেলেন এমপি মোস্তাফিজুর রহমান

আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় বাঁশখালীর আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা মু. হারুন মোল্লা বাদী হয়ে এ মামলা করেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম প্রথম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধর-নাজেহালের অপরাধে নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ফৌজদারী কার্যবিধি ২০০ ধারায় জবানবন্দী গ্রহণ করে ও রির্টানিং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন  আদালত। ৩ জানুয়ারির মধ্যে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!