এবার হানা বহদ্দারহাটে, মিলল ১৭০০ কেজি চা পাতা

নগরে ১ হাজার ৭শ কেজি অবৈধ চা পাতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্যাকেজিংয়ের একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে বহদ্দারহাট এলাকার এসএস ট্রেডিংয়ে এ অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। এসময় উপস্থিত ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান।

আরও পড়ুন : হঠাৎ হানা চাক্তাইয়ে, চা বোর্ডের অভিযানে ধরা খেল ‘অসাধুরা’

এদিকে জিজ্ঞাসাবাদে কারখানার মালিক আবুল হাসান সোহেল জানান, ২০২১ সাল থেকে তিনি চা ব্যবসা ছেড়ে দিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানের কর্মচারী শরীফ এ ব্যবসা পরিচালনা করছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন বলেন, শহরের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে-বেনামে অবৈধ চা পাতা মজুদ এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে। আজকের অভিযানে ১৭শ কেজি অবৈধ চা পাতা জব্দ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!