এবার বন্ধ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

সারাদেশে চলমান তীব্র তাপ প্রবাহের কারণে আগামীকাল (বৃহস্পতিবার) মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

আরও পড়ুন : প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিনের ছুটি

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ থেকে ৬ দিন দেশে চলমান মৃদু, মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ তাই তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল (বৃহস্পতিবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, এর আগে গত ৫ থকে ৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!