চকবাজারের কাচ্চি ডাইনের পর এবার ধরা খেল আগ্রাবাদের হাজী কাচ্চি ঘর

চকবাজারের কাচ্চিডাইন, কুটুমবাড়ির পর এবার ধরা খেল নগরের আগ্রাবাদের ‘হাজী কাচ্চি ঘর’। এজন্য তাদের গুণতে হয়েছে লাখ টাকা জরিমানাও।

বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন:ধরা খেল সুপারসপ মিনা বাজার, কাঁধে উঠল ৩ লাখের জরিমানা 

রোববার (২০ ফেব্রুয়ারি) আগ্রাবাদের মৌলভীপাড়া ও এক্সেস রোড এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, হাজী কাচ্চি ঘর রেস্টুরেন্টে কর্মীদের স্বাস্থ্য সনদও নেই।

অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আরও পড়ুন: ধরা খেল চকবাজারের কুটুমবাড়ি, পার পেল না কেনটাকী রেস্টুরেন্টও 

এদিকে নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ডে বাংলা না লেখায় আগ্রাবাদ এক্সেস রোডের ব্রাদার্স ফার্নিচারকে পাঁচ হাজার টাকা, পারটেক্স ফার্নিচারকে তিন হাজার টাকা, ভিআইপি ডোরস এন্ড ফার্নিচারকে তিন হাজার টাকা, হেভেন ফার্নিচারকে দুই হাজার টাকা এবং আকতার ফার্নিচারকে দুই হাজার টাকা জরিমানা করা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রয়ারি চকবাজার এলাকার কাচ্চিডাইনকে ১ লাখ টাকা ও ৮ ফেব্রুয়ারি একই এলাকার কুটুমবাড়িকে ৭০ হাজার টাকা এবং কেনটাকি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা অভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!