একজন মরল বাসচাপায়, অন্যজন লরির ধাক্কায়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ও শীতলপুর এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ মে) দুপুর দুইটার দিকে মো. জাবেদ চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী তার কর্মস্থল শীতলপুর স্টিল মিলে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি হানিফ পরিবহনের বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। নিহত জাবেদ শীতলপুর স্টিল মিলে কেমিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের ফিরিঙ্গীবাজারস্থ মুছা আহম্মদ চৌধুরীর পুত্র। পরে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অপরদিকে উপজেলার কুমিরা বাইপাস এলাকায় রোববার রাত ১টার দিকে লরির ধাক্কায় প্রাণ হারায় বাসের হেলপার। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করার পর বার আউলিয়া হাইওয়ে পুলিশকে হস্তান্তর করে।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, হানিফ পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং লরির ধাক্কায় বাসের একজন হেলপার নিহত হয়েছেন। আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িগুলো আটক করা হয়েছে।

শেখ সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!