উল্টোপথে কদমতলী রেল ক্রসিং পার হতে গিয়ে ধরা খেল ৪১ গাড়ি

সিগনাল অমান্য করে উল্টোপথে নগরের কদমতলী রেল ক্রসিংয়ে গাড়ি চালানোর অপরাধে বিভিন্ন পরিবহনকে জরিমানা করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ।

আরও পড়ুন:  সল্টগোলা ক্রসিংয়ে উল্টে গেছে পণ্যবোঝাই ট্রেনের বগি 

এ সময় সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল চাকমা।

তিনি বলেন, কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে সিগনাল অমান্য করে চরম ঝুঁকির মধ্য উল্টোপথে বিভিন্ন গাড়ি চলাচল করে। এতে করে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রানা/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!