চট্টগ্রামে আওয়ামী লীগের ৬০০ নেতার ঘরে ‘ভালোবাসার’ ঈদ উপহার গেল আ জ ম নাছিরের

নগরের ৪৩ ওয়ার্ডের ৬০০ আওয়ামী লীগ নেতার ঘরে ঈদ উপহার পাঠিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উপহারের মধ্যে রয়েছে- চিনি, দুধ, সেমাই, নুডলস, ঘি, কিসমিস, নারকেল, পোলাও চাল, হালিমসহ অন্যান্য সামগ্রী।

আরও পড়ুন: জনগণের ভোটে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ : আ জ ম নাছির

দলীয় সূত্র জানায়, নগরে ৪৩ ওয়ার্ডের আওয়ামী লীগের ৪১টি সাংগঠনিক সংগঠন রয়েছে। প্রত্যকে ওয়ার্ডে আছে প্রেসিডেন্ট ও সেক্রেটারি। থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও উপদেষ্টা মিলে ৬০. জন নেতা।

এছাড়া মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৬৪ জন। মহানগরীর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ৫ জন । ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে ৬০০ জনকে এই উপহার পাঠান আ জ ম নাছির।

এ বিষয়ে নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আ জ ম নাছির উদ্দীন সংগঠনের ৬০০ জন নেতার কাছে ঈদ উপকার পাঠিয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন আ জ ম নাছির

তিনি আরও বলেন, করোনার সময়েও সংগঠনের পক্ষ থেকে সবসময় নেতাককর্মীর পাশে ছিলেন তিনি। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী থাকাকালীন সময়ে একইভাবে ঈদ উপকার পাঠানো হতো। আমরা বঙ্গবন্ধুর আদর্শের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

নগর আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, দলীয় সংগঠনকে রক্ষা করতে একে অন্যের পাশে থাকতে হবে। ঈদের খুশিকে আরও বৃদ্ধি করতে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন সংগঠনের নেতৃবৃন্দের প্রতিবছর ঈদ উপহার পাঠান। এর ফলে সংগঠনের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!