ইউপি নির্বাচন—বৃহত্তর চট্টগ্রামে নৌকার টিকিট পেলেন যারা

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বৃহত্তর চট্টগ্রামের দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: আনোয়ারায় ইউপি নির্বাচন౼নৌকার মাঝি হতে মরিয়া যারা

বোয়ালখালী : চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে নৌকার টিকিট পেয়েছেন শাকপুরায় আবদুল মান্নান, সারোয়াতলীতে বেলাল হোসেন, পোপাদিয়ায় এসএম জসিম উদ্দীন, শ্রীপুর-খরদ্বীপে মো. মোকারম, আমুচিয়ায় কাজল দে, করলডেঙ্গায় মনসুর আহম্মদ ও চরণদ্বীপে মো. শামসুল আলম।

আনোয়ারা : আমাদের আনোয়ারা প্রতিনিধি ইমরান হোসাইন জানান, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে জুঁইদন্ডী ইউনিয়নে মামলা জটিলতার কারণে নির্বাচন না হওয়ায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এরমধ্যে চারটি ইউপিতে যুক্ত হয়েছেন নতুন মুখ আর ছয় ইউপিতে দল ভরসা রেখেছে পুরাতনে। উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থীরা হলেন- বৈরাগ ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নোয়াব আলী, বারশতের বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, রায়পুরের বর্তমান চেয়ারম্যান জানে আলম, বটতলীর বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, বরুমচড়ায় মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইনে বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আনোয়ারা সদরের বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরীতে আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, পরৈকোড়ার বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ এবং হাইলধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন।

আরও পড়ুন: ইউপি নির্বাচন—রাঙ্গুনিয়া চকরিয়া পেকুয়ায় `বিদ্রোহীদের’ চমক

খাগড়াছড়ি : খাগড়াছড়িতেও নৌকার প্রার্থী নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইউপিতে জ্ঞান দত্ত ত্রিপুরা, কমলছড়িতে সাউপ্রু মার্মা, গোলাবাড়িতে উল্লাস ত্রিপুরা, পেরাছড়াতে তপন বিকাশ ত্রিপুরা এবং ভাইবোনছড়ায় পরিমল ত্রিপুরা।

বান্দরবান : বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপিতে মং পু মার্মা, সুয়ালক ইউপিতে মংমংনু মার্মা, টংকাবতী ইউপিতে প্লুকান ম্রো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!