ইউপি নির্বাচন—কর্ণফুলীতে প্রার্থী গ্রেপ্তার

কর্ণফুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আরিফুল ইসলাম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : আনোয়ারায় নির্বাচন—দুটিতে ভোটের আগেই জয়, ৮ ইউনিয়নে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম নামে এক প্রার্থীর বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট ছিল। বুধবার তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আরিফুল বুধবার সকালে নির্বাচনি বিষয় নিয়ে থানায় আসেন। এ সময় আমরা জানতে পারি, তিনি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীক সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন বলে আমরা জেনেছি।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!