আলফালাহ গলি থেকে ২৮ ভরি স্বর্ণ চুরি করেছিল ২ যুবক 

নগরের খুলশি থানার হাজী নুর আহমদ সড়কের আলফালাহ গলির বসতবাড়িতে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- মো. ইসমাইল হোসেন আজাদ (৩৭) ও মো. হোসেন (৩৩)।

আরও পড়ুন  : চুরির মোবাইল যেভাবে ঢুকে চট্টগ্রামের তামাকুমন্ডিতে, পুলিশের নজরবন্দী ২ যুবকের ধরা

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

এর আগে ৮ সেপ্টেম্বর রাত সোয়া ১০টা থেকে ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময়ে খুলশী থানাধীন হাজী নুর আহমদ সড়কের আলফালাহ্ গলির একটি বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে চোর। সাড়ে ২৮ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বাড়ির মালিক বাদি হয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) থানায় মামলা দায়ের করেন।

খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, মামলার পর নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামি ইসমাইল হোসেন আজাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!