আমেরিকায় গির্জার সামনে হামলায় দুজন নিহত, বন্দুকধারীও

আমেরিকার টেক্সাস, ওকলাহোমার পর এবার আইওয়া ও উইসকনসিনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার রাতে আইওয়ার আমেসে একটি গির্জার সামনে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হন। কর্নারস্টোন চার্চের বাইরে ওই হামলার ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারীরও মৃত্যু হয়।

অন্যদিকে উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি গোরস্থানে শেষকৃত্য অনুষ্ঠানে এক ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: গাছের মধ্যে ঢুকে গেল মহাসড়কের বাস, নারী—শিশুসহ নিহত ১০

গত মঙ্গলবার ওকলাহোমায় বন্দুকধারীদের হামলায় ৪ জন নিহত হন। পুলিশের গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। গত সপ্তাহে টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হন। গত মে মাসের শুরুতে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীদের শিকার হয়েছিলেন ১০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!