সাতকানিয়ায় কালো পলিথিনে ৩ কোটি টাকার আফিম নিয়ে ঘুরছিল যুবক

সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান মহাসড়ক এলাকা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

আরও পড়ুন : কক্সবাজারের কোটি টাকার ক্রিস্টাল আইস নিয়ে যুবক ধরা খেল চট্টগ্রামে

শনিবার (২৭ আগস্ট) বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। জানা যায়, আটক সুমন বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সক্রিয় সদস্য সুমন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিমসহ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, সুমনের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!