আনোয়ারায় মসজিদ কমিটির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, রক্তাক্ত ১৬

আনোয়ারায় মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের নারীসহ ১৬ জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আনোয়ারুল ইসলাম জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল আলম, আহম্মদ ছাফা, আলী আকবর, আবু ছাদেক, সৈয়দ আবদুল্লাহ, হাফেজ কবির আহাম্মদ, তৌহিদুল, রাবিয়া খাতুন, নুরুল হক, আব্দুল সামাদ, আব্দুল নুর, জাফর আহমদ, নাছির আহমদ, সিরাজ। তবে আহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: আনোয়ারায় ফাঁসিতে ঝুলল রাউজানের গৃহবধূ

স্থানীয় সূত্রে জানা গেছে, দুমাস আগে কমিটি নিয়ে দুপক্ষে দ্বন্দ্ব হয়। তখন উভয়পক্ষকে নিয়ে স্থানীয়রা বিষয়টি সমাধান করতে চাইলেও হয়নি। সোমবার সন্ধ্যায় দুপক্ষ তর্কে জড়ায়। এসময় মসজিদ কমিটির বর্তমান সভাপতি নুরুল আলমকে স্থানীয় সৈয়দ নূরসহ কয়েকজন মারধর করে। এরপর দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ ১৬ জন আহত হন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবছার মো. সিকদার বলেন, আনোয়ারুল ইসলাম জামে মসজিদের কমিটি নিয়ে বর্তমান সভাপতি নুরুল আলম পরিবার ও সৈয়দ নূর পরিবারের মাঝে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১৬ জন আহত হয়। তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!