‘আত্মহত্যা’ করেছে বললেও মনির শরীরজুড়ে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের রাউজানে নুর জাহান আকতার মনি (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. এনামের (২২) বিরুদ্ধে।

রোববার (১ অক্টোবর) দুপুরে উপজলোর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

অভিযুক্ত এনাম উপজলোর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে বাড়ছে আত্মহনন, যে কারণে ইপিজেডে সবচেয়ে বেশি ‘আত্মহত্যা’

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে ফটিকছড়ি উপজলোর লেলাং ইউনয়িনরে হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সঙ্গে এনামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।। এরপর দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বিষপানে গৃহবধু মনি আত্মহত্যা করেছে বলে আমাকে জানানো হয়। কিন্তু ঘটনাস্থলে এসে দেখি ওই গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন। তাদের সংসারে ৯ বছর বয়সের এক কন্যাসন্তান রয়েছে।

যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে গৃহবধু মনির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!