চট্টগ্রাম প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার হীরার শাশুড়ি আর নেই

চট্টগ্রাম প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল আই’র খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার শাশুড়ি রাবেয়া সুলতানা (৫৮) মারা গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ৬ মেয়ে রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, ১৯৬৫ সালের ১০ জুন সিরাজগঞ্জের শাহজাতপুর উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের বনেদি পরিবারে জন্ম হয় রাবেয়া সুলতানার। তার বাবা মরহুম ডা. রমজান আলী সরকার। তার স্বামী আব্দুস ছালাম ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা। স্বামীর চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন খাগড়াছড়ির মুসলিমপাড়া এলাকায় বসবাস করেন।

আর পড়ুন : চিকিৎসক নেতা মিনহাজুর রহমানের মা আর নেই

এরপর চাকরি থেকে স্বামীর অবসর নিলে তারা একসঙ্গে সিরাজগঞ্জের উপল্লাপাড়া উপজেলার ছোট বাখুয়া এলাকায় বসবাস করছিলেন। তিন মাস আগে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক আক্রান্ত হন রাবেয়া সুলতানা। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরামের সেক্রেটারি জেনারেল খায়ারুজ্জামান কামাল, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা এবং এটিএন বাংলার প্রতিনিধি মু. আবু দাউদ শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!