আগুন জ্বলছে—ধোঁয়াও, বিএম কনটেইনার ডিপোতে ফের বিস্ফোরণের শঙ্কা

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের আপ্রাণ প্রচেষ্টার পরেও ডিপোর কয়েকটি কনটেইনার এখনো জ্বলছে, বের হচ্ছে ধোঁয়া। তাই আবারো বিস্ফোরণের শঙ্কা করা হচ্ছে।

শনিবার (৪ জুন) রাত ১০টায় সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটে। এ ঘটনার ৩৫ ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ কনটেইনারগুলোতে থাকা অতি দাহ্য গ্যাস হাইড্রোজেন পার অক্সাইড বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তবে বাকি কনটেইনারগুলোতেও দাহ্য রাসায়নিক পদার্থ থাকলে আবারো বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আরও পড়ুন: ‘দগ্ধ রোগীর খাবার তরল পানীয়, কিন্তু অনেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছেন’—ডা. বিদ্যুৎ বড়ুয়া

ফায়ার সার্ভিসের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ডিপোতে থাকা কনটেইনারগুলোতে দাহ্য রাসায়নিক পদার্থ থাকার সম্ভাবনা থাকায় যেকোনো মুহূর্তে আবারো বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তাই এখনো ৫০০ মিটার শেডের ভেতরের আগুন পুরোপুরি নেভানো যায়নি। কয়েকটি কনটেইনার এখনো জ্বলছে। তবে পালা করে নিরবচ্ছিন্নভাবে ফায়ারকর্মীরা কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮২ জন। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন শতাধিক মানুষ।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!