আগস্টে শহীদদের স্মরণে বহদ্দারহাট চত্বরে স্মরণসভা

জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী শহীদদের স্মরণে চান্দগাঁওয়ে স্মরণসভা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) নগরের বহদ্দারহাট চত্বরে যৌথভাবে এ আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ।

আরও পড়ুন : চেরাগী চত্বরে নানা আয়োজনে কালরাত্রি স্মরণে বোধন

চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হকের সভাপতিত্বে স্মরণসভায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসম্পাদক মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নরাজনীতি এগিয়ে নিতে হবে। মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে মহান আল্লাহর অশেষ রহমতে নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন সেই প্রক্রিয়ায় আমাদের সবাইকে সাংগঠনিকভাবে সংযুক্ত হয়ে নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হুমায়ূন করিম চৌধুরী সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও পাঠানটুলীর কাউন্সিলর মো. জাবেদ, মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, পূর্ব ষোলশহর আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কমিশনার নুরুল হুদা লালু, মোজাহারুল হক চৌধুরী, আলী আকবার, ফৌজুল আজিম, মুন্সী মিয়া, শহীদুল আজম আহাদ, সরোয়ার খান, হাসান জামাল, হাসান খোকন, নুর মোহাম্মদ খোকন, মুন্সি মিয়া, মহানগর যুবলীগের মেজবাহ উদ্দিন খালেদ মাইনু, মঈন উদ্দিন ফরহাদ, মাহফুজুর রহমান মানিক, রোকনুজ্জামান রোকন, নাজমুল আলম খান, ওয়াসিম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, শওকত আকবর রাশেদ, জামালউদ্দীন, লিটন বড়ুয়া, আব্দুর বাহাদুর, হাসান মুরাদ চৌধুরী জাবেদ, ছমিউদ্দীন সুমন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খোকন, শাহজাহান মুরাদ, দিদারুল আলম, আলমগীর হোসেন, শাহজাহান চৌধুরী, আল মামুনুল করিম বিদ্যুৎ, এসএম মাসুদ, ওয়ার্ড যুবলীগ নেতা মোরশেদ সওদাগর, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সৌরভ ও অ্যাডভোকেট আব্দুল মাবুদ আসিফ।

এসআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!