হঠাৎ লাইনচ্যুত ফার্নেস অয়েলবাহী ট্রেন, চট্টগ্রাম-নাজিরহাট ১০ ঘণ্টা অচল

হাটহাজারীতে ফার্নেস অয়েলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-নাজিরহাট লেইনে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত ৯টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট স্টেশন মাস্টার মো. আবু হানিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ট্রেনের টিকিট কালোবাজারি—ভূত যখন সর্ষের ভেতর

জানা গেছে, ফার্নেস অয়েলবাহী ট্রেন (পিডিবি শাটল) লাইনচ্যুত হয়ে ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ে। পরে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

এদিকে রেল লাইনের ত্রুটির জন্য এ দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!