অস্ত্র নিয়ে উত্তরা বাসস্ট্যান্ডে ঘুরছিল ৫ যুবক

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ যুবককে অস্ত্রসহ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরের উত্তরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন : হাটহাজারীতে অস্ত্র নিয়ে ধরা খেল রাঙ্গুনিয়ার যুবক

আটকরা হলেন- রিফাত হোসেন (২০), মো. সম্রাট (২২), মো. সাফায়েত হোসেন (২২), মো. মেহেদী হাসান কামরুল (২০) ও মো. আবির হোসেন (২০)। এসময় মো. শাকিল প্রকাশ গালপোড়া শাকিল (২২), মো. হৃদয় (২৫) ও মো. রানা (২০) পালিয়ে যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জসিম আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাতে বারইয়ারহাট পৌর সদরের উত্তরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে আটক করা হয়। এসময় আরও ৩ জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলার পর আজ (১২ ডিসেম্বর) দুপুরে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!